জুনাঈদ আল হাবীব, নেত্রকোনা প্রতিনিধিঃ গতকাল নেত্রকোনা প্রেস ক্লাবের সামনে, ভোজ্যতেলের দাম লিটারে ১ম দফায় ৮ টাকা এবং ২য় দফায় ৩৮ টাকা বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে গত ২১ মে রোজ শনিবার সকাল ১০ টায় নেত্রকোনা প্রেসক্লাবের সামনে, বাংলাদেশ গণ-অধিকার পরিষদের নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্তিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাকিল মিয়া ও নেত্রকোণা জেলার সাবেক সিনিয়র সহ সভাপতি সাদ্দাম হোসেন রাতুল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, সাবেক সমাজ সেবা সম্পাদক কামরান আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক জাবির সহ আরো অনেকেই যুব অধিকার পরিষদের আহবায়ক মাসুদ খান যুগ্ম সদস্য সচিব রাজু রায়হান প্রমুখ সহযোদ্ধারা।

তবে তাদের এই সমাবেশ সার্থক করতে দেয়নি স্থানীয় ছাত্রলীগের কর্মীরা, মুহূর্তের মধ্যেই লাঠিচার্জ শুরু করে বিক্ষোভ সমাবেশকারী কর্মীদের উপর।

এতে গুরুতর আহত হয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাকিল মিয়া সহ ৭জন সহযোদ্ধা সহ আরো অনেকেই।, মানুষের গণতান্ত্রিক অধিকার আদায় করতে দেয়নি উক্ত ছাত্রলীগের কর্মীরা হরণ করেছে জনগণের নৈতিক অধিকার ।

এই সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সকলস্তরের সদস্যরা। এবং তারা বিচারের দাবি জানাচ্ছেন।