শেরপুর জেলার ঝিনাইগাতীতে ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত ওয়ার্ড সভা(১নং ওয়ার্ড) অনুষ্ঠিত হয়। ১৩এপ্রিল বুধবার বিকেলে স্থানীয় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রিপট্রাস্ট ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ও ইউপি সদস্য জাহিদুল হক মনির এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৫নং সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ একেএম বেলায়েত হোসেন, প্রিপট্রাস্ট ও মানুষের জন্য ফাউন্ডেশন এর প্রজেক্ট ফ্যাসিলেটেটর বেলায়েত মোশারফ হোসেন, এলাকাবাসীদের পক্ষে আব্দুস সামাদ, দুলাল মিয়া, সাইফুল ইসলাম প্রমুখ।
উক্ত আলোচনা সভায় ঝিনাইগাতী সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের অতি দুর্যোগপুর্ন রাস্তা ঘাট সনাক্ত এবং সম্ভাব্য রাস্তাঘাট নির্মাণের পরিকল্পনা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।