শেরপুরের ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছে ‘ভয়েস অব ঝিনাইগাতী’ নামের এক স্বেছাসেবী সংগঠন। ১৯ এপ্রিল মঙ্গলবার বিকালে ঝিনাইগাতী-রাংটিয়া সড়ক উপজেলা পরিষদের সামনে এ কার্যক্রমের উদ্বােধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ।

প্রথমদিন দেড় শতাধিক পথচারীর মাঝে এ ইফতার বিতরণ করা হয়।
আমরিকার নিউজার্সিতে গ্লেট ফার্মা নামের এক ঔষুধ প্রস্ততকারক কােম্পানির প্রধান গবেষক ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় এ ভ্রাম্যমাণ ইফতার বিতরণ কার্যক্রম চলবে আগামী পাঁচ দিন।

ইফতার বিতরণের সময় শেরপুর ইয়্যুথ রিপার্টার্স ক্লাবর সাধারণ সম্পাদক ইমরান হাসান রাবী, আয়ােজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য মাে. জাহিদুল হক মনির, কার্যনির্বাহী কমিটির সভাপতি মা. আবুল কাশেম, সহ-সভাপতি মাে. রাসেল রানা, সাধারণ সম্পাদক মাে. সােহেল রানা, সাংগঠনিক সম্পাদক মাে. এরশাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠনর প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য মাে. জাহিদুল হক মনির জানান, অনেকেই সারা দিন রােজা রেখে ২০-২৫ টাকায় মুড়ি ও ছােলা কিনে ইফতার করেন। ইচছা থাকলেও ভালাে খাবার কিনতে পারেন না। তাই আমরা এ ধরণের কার্যক্রমের আয়ােজন করেছি। আজকের আয়ােজনে দেড় শতাধিক মানুষের হাতে ভয়েস অব ঝিনাইগাতী’র কর্মীরা ইফতার তুলে দেন।

শেরপুর ইয়্যুথ রিপার্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বী জানান, সবাই সামর্থ অনুযায়ী সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণ এগিয়ে আসলে সবার মুখেও হাসি ফুটবে।

ইউএনও ফারুক আল মাসুদ বলেন, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের জন্য ইফতারি সরবারহ করা হচ্ছে। নিঃসন্দেহে এটি একটি মহৎ উদ্যােগ। এ ধরনের কার্যক্রম সমাজের বিত্তবানদের অংশগ্রহণ করা উচিত।