মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গত ১ সপ্তাহের ব্যবধানে দু’দফায় আকস্মিক বন্যার কারণে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি সহ উপজেলার ১৫-২০ গ্রামের হাজারও মানুষ পানিবন্দি হয়ে পড়ে।
শুক্রবারের বন্যার পানিতে উপজেলার ধানশাইল ইউনিয়নের আবুল কালাম আজাদ (৩৩) ও ঝিনাইগাতী সদর ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের আশরাফ আলী(৬৫) মৃত্যুবরণ করেন এবং বৈরাীপাড়া গ্রামে আতিক (১৩) নামে এক কিশোর এখনও নিখোঁজ রয়েছে।
এসব সমস্যার সমাধান ও বর্ন্যাতদের সামান্যতম সহযোগীতা করতে পাশে দাড়ালেন শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার। ১৮ জুন শনিবার সকালে তিনি ঝিনাইগাতীতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শণে আসেন।
এসময় তিনি বর্ন্যাতদের মাঝে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করেন এবং গ্রতিগ্রস্তদের সহযোগীতার আশ্বাস প্রদান করেন। সেই সাথে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত সংস্কারের নির্দশ দেন, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, ওসি মনিরুল আলম ভুইয়া, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা কৃষি কর্মকর্তা মো.হুমায়ুন দিলদার, জনস্বাস্থ্য প্রকৌশলী রাধাবল্লভ সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সাদিয়া আফরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লাইলী বেগম, সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।