মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় ২৪ বোতল মদ সহ ফয়েজ মন্ডল(৪৮) নামে এক ব্যক্তি গ্রেপ্তার করেছে পুলিশ। ১৪ মে শনিবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফয়েজ মন্ডল ঝিনাইগাতী সদর ইউনিয়নের নয়াগাঁও এলাকার মৃত মহর আলীর ছেলে।
থানার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মনিরুল আলম ভুইয়ার নির্দেশে এসআই মোহাম্মদ আব্দুর রাজ্জাক সঙ্গীয় পুলিশ নিয়ে উত্তর ডেফলাই মোড় থেকে ফয়েজকে ২৪ বোতল ভারতীয় মদ সহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ফয়েজের বিরুদ্ধে অত্র থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া বলেন, গ্রেপ্তারকৃত ফয়েজের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।