শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৭নং মালিঝিকান্দা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মো. মোজাম্মেল হক আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নব নির্বাচিত চেয়ারম্যান মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের আইন সম্পাদক তুষার আল নূর এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান পিপিএম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলি বেগম, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক ও বিটিভি’র জেলা প্রতিনিধি দেবাশীষ ভট্টাচার্য্য, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব বেলায়েত হোসেন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি সাংবাদিক মো. নমশের আলম, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম পলাশ, মালিঝিকান্দা ইউনিয়ন যুবলীগের সভাপতি আঃ হক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় সকল নবনির্বাচিত ইউপি সদস্য-সদস্যা, সাবেক জনপ্রতিনিধি, জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন।
নব নির্বাচিত চেয়ারম্যান মো. মোজাম্মেল হক তার বক্তব্যে বলেন, ইউনিয়নবাসী যে গুরুদায়িত্ব আমাকে দিয়েছেন, তা সততার সাথে যথাযথভাবে পালনের চেষ্টা করব। তিনি ইউনিয়নের সকল কর্মকাণ্ডে মাননীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউএনও, ওসি ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন, চেঙ্গুরীয়া জামে মসজিদের খতিব মুফতি মো.রফিকুল ইসলাম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।