শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি, বাজিতখিলা ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান ও মানবাধিকার সংস্থা আমাদের আইন বাজিতখিলা ইউনিয়ন শাখার প্রয়াত প্রধান উপদেষ্টা মরহুম আমির আলী সরকার এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল মঙ্গলবার সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া গ্রামে আমির আলী সরকারের বাড়িতে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মানবাধিকার সংস্থা আমাদের আইন বাজিতখিলা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শাহা আলম, সাধারণ সম্পাদক মো আব্দুল হালিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাকিল আহমেদ, তথ্য ও প্রচার সম্পাদক রজব আলী বিদ্যুৎ, অর্থ বিষয়ক সম্পাদক নূরল আমিন, বাণিজ্য বিষয়ক সম্পাদক রমজান আলী, আতিক মিয়া, বাজিতখিলা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার সাইদুল সরকার। প্রতাবিয়া গ্রামের ফজলুল হক।
এছাড়াও আমির আলী সরকারের ভাতিজা আকরাম হোসেন, সজিব মিয়া ও তার পরিবারের সদস্য গণ অংশ গ্রহণ করে।
এসময় আমির আলী সরকারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।