শেরপুর জেলা প্রশাসকের প্রস্তাবে জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র সমূহে নিরাপত্তা ডিউটি পালনের জন্য ২৩ ফেব্রুয়ারী বুধবার দুপুরে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া ও রাংটিয়া এলাকায় টুরিস্ট পুলিশ ইউনিট স্থাপনের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন, টুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. নাইমুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার(ভুমি) জয়নাল আবেদীন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান ও ময়মনসিংহ রিজিয়ন টুরিস্ট পুলিশ ইউনিটের পুলিশ সদস্যগণ ও ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।