জাতির জনক বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার প্রতিবাদকারী সংগঠন প্রতিরোধ যোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হযেছে। ২৩ ফেব্রুয়ারি বুধবার নালিতাবাড়ী উপজেলার বারোমারী মিশন হলরুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

৭৫ এর ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হত্যার সশস্ত্র
প্রতিবাদকারীদের সংগঠন প্রতিরোধ যোদ্ধাদের
আঞ্চলিক এ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন, প্রতিরোধ যোদ্ধা পরিষদের সভাপতি আনোযারুল হক সেলিম তালুকদার।
মতবিনিময় সভায় সঞ্চালনা করেন, নকলা উপজেলায় আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ্।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু মানু মজুমদার, এম,পি সাধারন সম্পাদক প্রতিরোধ যোদ্ধা পরিষদ,বীর মুক্তিযোদ্ধা আঃ ছামাদ পিন্টু, প্রতিরোধ যোদ্ধা পরিষদের অন্যতম নেতা,বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুখলেসুর রহমান, সদস্য প্রতিরোধ যোদ্ধা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিন প্রতিরোধ যোদ্ধা পরিষদ নেতা, গোপাল চন্দ্র সরকার সদস্য ত্রান ও সমাজকল্যান উপ-কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ, আবু বক্কর সিদ্দিক, মেয়র নালীতাবাড়ী পৌরসভা,তাপস কুমার সাহা শেরপুর জেলা আওয়ামী লীগ নেতা,ফজলুল হক সাধারণ সম্পাদক নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগ।

সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার প্রতিবাদ করে বাঙালি জাতির মর্যাদা রক্ষা করেছিল
আনোয়ারুল সেলিম নেতৃত্বে প্রতিরোধ যোদ্ধ হয়েছিলো বলেই সেই দিন বঙ্গবন্ধুর অনুসারী অসংখ্য নেতা-কর্মীর জীবন রক্ষা পেয়েছিলো। বক্তারা প্রতিরোধযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করেন।