গত ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার ডা. মো. মোবারক হোসেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা, শেরপুর সদর হিসেবে পুনরায় যোগদান করেন।

উল্লেখ তিনি উক্ত পদে এর আগেও দক্ষতার সাথে প্রায় ২ বছর দায়িত্ব পালন করেন। বিশেষ করে কোভিড-১৯ এর সংক্রমণ যখন শেরপুরেও ছড়িয়ে পরে তখন বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ এবং মোবাইলের মাধ্যমে চিকিৎসা সেবাসহ করোনাকালীন সময় তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য ও সর্বজন প্রশংসনীয়।

এছাড়াও তার গত দায়িত্বপালন কালীন সময়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার কার্যালয়টি ছিল জরাজীর্ণ ও সেঁতসেঁতে যা পরবর্তীতে তিনি বিভিন্ন উন্নয়মূলক কাজের একটি সুন্দর অফিস হিসেবে ফুটিয়ে তোলেন। এছাড়াও নিয়মিত পরিদর্শন ও তদারকির মাধ্যমে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌছে দিতে কমিউনিটি ক্লিনিকগুলিকেও করে তোলেন বেশ কার্যকর প্রতিষ্ঠান হিসেবে। এর আগে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল শেরপুরের আবাসিক মেডিকেল অফিসার হিসেবেও বেশ সুনাম ও নিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করেন।
ডা. মো. মোবারক হোসেন শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া গ্রামের সন্তান। তার এ পদে যোগদানের বিষয়ে অনেকেই বলেন ইউএইচএন্ডএফিপিও পদে স্থানীয় কোন ব্যক্তি যোগদান করায় এই প্রতিষ্ঠান অতীতের যে কোন সময়ের চেয়ে সেবারমান বৃদ্ধি পাবে এবং শেরপুরের স্বাস্থ্যখাতেরও সুনাম বৃদ্ধি পাবে বলে মত প্রকাশ করেন। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীও উচ্ছাস প্রকাশ করেন এবং যোগদানের সময় তাকে ফুল ছিটিয়ে বরণ করে নেন।