মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে ২০২১-২০২২ অর্থ বছরের ৩য় ধাপে বরাদ্দকৃত শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়।
১৯ মে বৃহস্পতিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. নবেশ খকশি, সেক্রেটারী অসীম ম্রং, সহ-সভাপতি চিন্তা হরণ হাজং, সদস্য নন্দ গোপালসহ আদিবাসী নেতৃবৃন্দ ও শিক্ষার্থীগণ।
এসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ২০ জন শিক্ষার্থীকে ১ লক্ষ ৬০ হাজার টাকার বাইসাইকেল, প্রাথমিক পর্যায়ের ৮০ জনকে শিক্ষা উপবৃত্তি বাবদ ১ লক্ষ ৯২ হাজার টাকা, মাধ্যমিক পর্যায়ের ৪০ জন শিক্ষার্থীকে ২ লক্ষ ৪০ হাজার টাকা ও একাদশ-দ্বাদশ শ্রেণীর ২০ জন শিক্ষার্থীকে ১ লক্ষ ৯২ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়। বাইসাইকেলসহ সর্বমোট ৭ লক্ষ ৮৪ হাজার টাকা প্রদান করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।