মোঃ শরিফ উদ্দিন, শেরপুর : শেরপুরে ট্রাকযোগে এক রাতে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত ১০ ডিসেম্বর শনিবার রাতে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের টাঙ্গারিয়াপাড়ার ক্ষুদ্র খামারী নাজির হোসেনের বিদেশী অস্ট্রেলিয়ান জাতের দুটি গাভীসহ ৪ টি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা।

গরুগুলোর আনুমানিক মূল্য হবে প্রায় ৫ লক্ষ টাকা। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন কৃষকরা। অনেকেই গরু পাহারা দিতে নির্ঘুম রাতযাপন করছেন।

কৃষক নাজির হোসেন জানান, তিনি শনিবার রাত তিনটা পর্যন্ত গোয়ালঘরে গরু পাহারা দিয়ে তার শোবার ঘরে গিয়ে শুয়ে পড়েন। এরপরপরই তার গরুগুলো চুরি হয়ে যায়।

পরদিন পাশর্^বর্তী চরশেরপুর নাজিরাবাঘ এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় দেখা যায় নীল রঙের একটি ট্রাকে গরুগুলো ভোর ৩ টা ৩৭ মিনিটে নিয়ে যায় চোরেরা। ওইসময় একটি মোটর সাইকেলে চোরদের যেতেও দেখা যায়। গরু চুরি হয়ে যাওয়ায় ওই কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।

ওই ঘটনায় সদর থানায় রবিবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি অভিযোগ দিয়েছেন কৃষক নাজির হোসেন। এর আগেও সদর উপজেলার ধাতিয়াপাড়া গ্রামের কৃষক সমেজ উদ্দিনের ৬টি গরু একই কায়দায় চোরেরা চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা।

এতে ওই কৃষক নিঃস্ব হয়ে গেছেন। এলাকায় বার বার গরু চুরি হওয়ায় কৃষকরা গরু নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। অনেক কৃষক চোরের হাত থেকে গরু বাচাঁতে নির্ঘুম রাত কাটাচ্ছেন। আবার কেউ কেউ পালাক্রমে গরু পাহারা দিচ্ছেন।

চরশেরপুর ইউনিয়নের তালুকপাড়া এলাকার মো. কাজল মিয়া জানান, আমরা পরিবারের সদস্যরা পালাক্রমে গরু পাহারা দিচ্ছি। একজন ঘুমালে অন্য একজন জেগে থাকছি। আমরা এসব চোরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, আমরা চুরি হওয়ার ঘটনাটি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। একইসাথে খোঁজ-খবর নিচ্ছি চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।