মোঃ শরিফ উদ্দিন, শেরপুর প্রতিনিধি: ‘বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ৭ ফেব্রয়ারি মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তার। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
এ সময় ডিসি সাহেলা আক্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। মাসে মাসে প্রতিবন্ধী ভাতা প্রদানসহ নানা ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঞ্জুরুল ইসলাম, দিশারী স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রশীদ, বাক প্রতিবন্ধী শিশুর অভিভাবক আনিসুর রহমান প্রমুখ। অনুষ্ঠান স ালনা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের অফিস সহকারী হাসানুজ্জামান শরাফত।
আলোচনা শেষে ৮ জন শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হেয়ারিং এইড মেশিন বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুর রহমান, ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কীসহ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।