শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপির ২০২১-২২ অর্থবছরের বরাদ্ধকৃত ঐচ্ছিক তহবিল থেকে শেরপুর সদর উপজেলার সকল ইউনিয়নে অসহায় দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
২৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে অসহায়দের ২ হাজার ও গরিব মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে নগদ ৫ হাজার টাকা তুলে দেন হুইপ আতিক।
শেরপুর সদর উপজেলায় সর্বমোট ১শত ৯৩জন দুস্থ অসহায় মানুষদের মাঝে ৪লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, হুইপ কণ্যা ডা. শারমিন রহমান অমি, সাদিয়া রহমান অপি প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।