মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধি: গ্লোবাল টেলিভিশনের প্রধান কার্যালয়ের সামনে এসাইনমেন্ট এডিটর আনিছুর রহমান সাব্বির, তরুণ বেগী, রাসেদ, বাঁধন, ক্যামেরা পারসন সনি, গাড়ী চালক ইকবাল, হাফিজসহ সাংবাদিকদের উপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী মুন্না বাহিনীকে দ্রুত গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করেছে ঝিনাইগাতী প্রেসক্লাব।
২০ জুন সোমবার দুপুরে ঝিনাইগাতী প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় জেলা পরিষদ ডাক বাংলো’র সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সাংবাদিকরা তাদের বক্তব্য বলেন,
গত ১৩ জুন সোমবার সকালে এসাইনমেন্ট কাজে বের হওয়ার সময় গ্লোবাল টেলিভিশন ভবনের সামনে এসাইনমেন্ট এডিটর আনিছুর রহমান সাব্বির তরুণ বেগী, রাসেদ, বাঁধন ক্যামেরা পারসন সনি, গাড়ী চালক ইকবাল, হাফিজসহ সাংবাদিকদের উপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলা করে সন্ত্রাসী মুন্না বাহিনী।
মানববন্ধনে ঝিনাইগাতী প্রেসক্লাবের নেতৃবৃন্দ এই সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারী মুন্না বাহিনীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবী জানান।
গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু হেলাল এর সভাপতিত্বে ও ঝিনাইগাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিক সঞ্চালনায় বক্তব্য রাখেন,
ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি মো. নমশের আলম, সহ-সভাপতি মো. জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক আর এম সেলিম শাহী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাইফুল ইসলাম সাইফুল্লাহ, সদস্য আনিছ আহমেদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ।
উক্ত মানববন্ধনে বক্তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার সহ শাস্তির দাবী জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।