মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধি: শেরপুরে আদালত চত্বর থেকে হাতকড়াসহ পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালানোর ৩ ঘন্টা পর মো. আব্দুস সালাম (২৫) নামে এক মাদক মামলার আসামিকে আবারও অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।
২১ জুন মঙ্গলবার দুপুরে তাকে সদর উপজেলার পাকুড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী সদর উপজেলার ইলশা গ্রামের নামাপাড়া গ্রামের মো. গুঞ্জর আলীর ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ জুন রবিবার বিকেলে ২৪ গ্রাম হেরোইনসহ শেরপুর সদর উপজেলার জঙ্গলদী আমতলা চৌরাস্তা থেকে আব্দুস সালামকে আটক করে র্যাব-১৪।
পরে সোমবার তাকে মাদক আইনের মামলাসহ সদর থানা পুলিশে সোপর্দ করা হয়। সদর থানা পুলিশ সালামকে রিমাণ্ড সহ মাদক আইনের মামলায় আদালতে সোপর্দ করলে আদালত ২১ জুন সোমবার রিমান্ড শুনানীর দিন ধার্য করে তাকে জেলা কারাগারে পাঠায়।
সোমবার সকাল ১১ঘটিকার দিকে পুলিশ রিমান্ডের আবেদনের শুনানীর জন্য আব্দুস সালামকে জেলা কারাগার থেকে আদালতে নিয়ে যাওয়া হলে আদালত চত্বর থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।