মোঃ ইসহাক , ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২২ মার্চ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। সেই ইসলামিক ফাউন্ডেশনের আজ ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালীর ও খতমে কুরআনের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২২ মার্চ) ঈশ্বরগঞ্জ উপজেলা প্রাঙ্গন থেকে এ র‌্যালী শুরু হয়। এর আগে ইসলামিক ফাউন্ডেশনের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কুরআন খতম দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাংসদ ফখরুল ইমাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফিজা জেসমিন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, ইসলামিক ফাউন্ডেশন ঈশ্বরগঞ্জ শাখার মনিটরিং কমিটির সদস্যবৃন্দ।

 

 

কলমকথা/ বিথী