ঈশ্বরগঞ্জ, প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও শহীদদের বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শুক্রবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদের আয়োজনে বীর শহীদদের বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ হাফিজা জেসমিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস ছাত্তার, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নূরুল হুদা খান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আবু সাদাত মো. সায়েম, ঈশ্বরগঞ্জ ফায়ারসার্ভিস স্টেশন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।