ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের দায়ে ধর্ষক জীবুল মিয়া(৪০) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার ১নং ঈশ্বরগঞ্জ ইউনিয়নের ভাইদগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে ধর্ষণের শিকার যুবতীর নিজে বাদী হয়ে নয়ন জীবুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া জানান, জানান, গত ৬ মাস আগে জীবুল মোবাইল ফোনের মাধ্যমে জাটিয়া ইউনিয়নের আরশিপাড়া গ্রামের এক তরুণীর (১৯) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

জীবুল তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে চরহোসেনপুর উচাখিলা রোডের একটি বাসায় ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ১৪ মার্চ রাতে একাধিকবার ধর্ষণ করে জীবুল মিয়া।

পরে বিয়ের চাপ দিলে গড়িমসি করায় বিষয়টি পুলিশকে জানালে ওই যুবককে মাঙ্গবার রাতে আটক করা হয়। এ ঘটনায় যুবতী বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। জীবুল বিবাহিত তার স্ত্রী ও সন্তানদি রয়েছে।