ডা. আজাদ খান,ব্যুরো প্রধান(ময়মনসিংহ): “সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ“ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস/২৩ পালিত হয়েছে।
বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে জামালপুর জেলা প্রশাসন ও জামালপুর পরিবেশ অধিদপ্তরের আয়োজনে সোমবার (০৫ জুন) সকালে শহরের ফৌজদারি মোড় হতে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
র্যালী পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- শ্রাবস্তী রায়, জেলা প্রশাসক ও বিজ্ঞ মেজিস্ট্র্যাট, জামালপুর।
এ সময় অন্যান্যদের মাঝে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক, মোক্তার হোসেন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা, মুনমুন জাহান লিজা, পরিবেশ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক, মোঃ আনোয়ার হোসেন, উন্নয়ন সংঘের, পরিচালক (প্রশাসন), মোঃ জাহাঙ্গির সেলিম, তরঙ্গ মহিলা সংস্থার নির্বাহী পরিচালক, শামিমা খান, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) এর প্রধান নির্বাহী, মোহাম্মদ এনামুল হক, সনাক টিআইবি ‘র সভাপতি, অজয় পাল, জামালপুর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি, ফজলে এলাহী মাকাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর অধ্যক্ষ, মোঃ মনিরুজ্জামান খান, গণমাধ্যম ও মানবাধীকার কর্মী, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জামালপুর এবং আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান, ডাঃ মোঃ শফিকুল ইসলাম আজাদ খান, নির্বাহী পরিচালক, এসডিও, মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার, নির্বাহী পরিচালক, অগ্রদূত সমাজ উন্নয়ন সংস্থা
মোঃ আনিসুর রহমান, নির্বাহী পরিচালক, প্রত্যাশা সমাজ উন্নয়ন সংস্থা, মোঃ নেহাজ উদ্দিন মাইজভান্ডারী সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, শিল্প কারখানার প্রতিনিধি, বিভিন্ন ইলেক্ট্রনিক্স, প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী গণ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।