ময়মনসিংহের ভালুকায় বসতঘরে গ্যাস সিলিল্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে সহোদর তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীডস্টোর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গার্মেন্টসকর্মী সুমনের বড় মেয়ে খাদিজা (৫), ছেলে রায়হান (৩) ও ছোট মেয়ে রাদিয়া (২)।
পুলিশ জানায়, গার্মেন্টস কর্মী বাবা-মা সন্ধ্যার পর তিন শিশুকে বসতঘরে রেখে বাহিরে তালা দিয়ে বের হয়েছিলেন। রাত সাড়ে ৯টার দিকে হঠাৎই ঘরে বিস্ফোরণ ঘটে। পরে এলাকাবাসীর সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
পরে অগ্নিদগ্ধ তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। রান্না ঘরের চুলার গ্যাস সিলিল্ডার বিস্ফোরণেই এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।