আর এম রিফাত, বিশেষ প্রতিনিধি: জয়পুরহাট জেলা রোটার‌্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (০২ জুলাই) ক্লাবের উপদেষ্টা আসাদুজ্জামান ও রাশেদুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এতে আরিফুল ইসলামকে সভাপতি ও মাহমুদুল ইসলাম সাগরকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সাজ্জাদ হোসাইন, যুগ্ম সাধারণ-সম্পাদক শিরিন সুলতানা মাহী, অর্থ-সম্পাদক মারুফ হাসান মুজাহিদ, ফাউন্ডেশন চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান,

মেম্বারশিপ কমিটি চেয়ারম্যান মরিয়ম খাতুন, ক্লাবের সার্ভিস ডিরেক্টর তামান্না আক্তার সুরভী, প্রোফেশনাল সার্ভিস ডিরেক্টর রাব্বি হাসান,

কমিউনিটি সার্ভস ডিরেক্টর, নিশান নাইম সজীব, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর সোহাগ আহমেদ ও সার্জেন্ট রেজুয়ান আহমেদ।

উল্লেখ্য, আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।