তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বর্নিচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি (এমএলএস) আজাদ মোল্যাকে (৩৭) দপ্তরি পদ থেকে সাসপেন্ট করার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ মিয়া। দপ্তরি আজাদ মোল্যা একই স্কুলের প্রধান শিক্ষক সানোয়ার করিমের আপন ভাগ্নে।

স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, দপ্তরি আজাদ মোল্যা স্কুলে থাকলে ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে নানা চিন্তায় থাকতে হবে। আবার অনেক অভিভাবক তাদের সন্তানকে ভয়ে স্কুলে পাঠাবে না।

আবু আহাদ মিয়া বলেন, সোমবার (১৯ ডিসেম্বর) স্কুলের প্রধান শিক্ষক সানোয়ার করিমকে অফিসে ডেকে এনে বলাৎকারের অভিযোগে স্কুলের দপ্তরিকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, দপ্তরি পদে আজাদকে নিয়োগ দিয়েছে ম্যানেজিং কমিটি। তাই প্রধান শিক্ষককে বলা হয়েছে ম্যানেজিং কমিটির সভা ডেকে তাকে বরখাস্ত করার জন্য।

প্রধান শিক্ষক সানোয়ার করিম বলেন, আগামি ২১ ডিসেম্বর সকাল ১১ টায় ম্যানেজিং কমিটির সভা ডাকা হয়েছে। সভায় টিইও স্যার ও ম্যানেজিং কমিটি মিলে যে সিদ্ধান্ত নেবে তাই হবে।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আনিচুজ্জামান বলেন, ২১ ডিসেম্বর সকালে ম্যানেজিং কমিটির সভা ডাকা হয়েছে ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য গত শনিবার সকাল সাড়ে ৭টার পর দপ্তরি আজাদ মোল্যা বর্নিচর গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধি (১৮) বছর বয়াসী এক যুবককে বলাৎকার করে। এ সময় ওই যুবক কামড়িয়ে আজাদের পুরুষাঙ্গা অনেকটাই ছিড়ে ফেলে। পরে আজাদকে আহত অবস্থায় প্রথমে ফরিদপুর পরে ঢাকায় নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে আজাদ ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে এলাকার একাধিক সূত্র থেকে জানা যায়।