তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৪নং ওয়ার্ডের নান্নু বিশ্বাসের বাড়ি থেকে ৭৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো যশোর জেলার দর্শনা থানার বারকৃষ্ণপুর ইউনিয়নের রতবলদিয়া গ্রামের রফিকুল ইসলাম (৪০), সোতাসী গ্রামের কহিনুর বেগম (৩৮)।কহিনুর বেগমের বোন লাভনী আক্তার ওরফে লাভনী (২২) পুলিশের উপস্থিতি বুজতে পেরে পালিয়ে যায়।
এএসআই মনির হোসাইন জানান, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার উত্তর সোতাসী গ্রামের নান্নু বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে ফেন্সিডিল বেঁচা কেনার সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের ঘটনায় তিন জনের নামে এসআই আব্দুর রহমান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেন। মামলা নম্বর ১৮/১৫।
থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ৭৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নামে মামলা হয়েছে। তাদের রোববার ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।