বাগেরহাটঃ  ইউনিসেফ এর সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে “strengthening risk communication and community engagement and vaccine communication for covid19 prevention” প্রজেক্টের বাগেরহাট সদর উপজেলা পর্যায়ে কমিউনিটি লিডারদের সাথে প্রকল্প অবহিতকরন সভার আয়োজন করা হয় বাগেরহাট ফাউন্ডেশন মিলনায়তনে।
করোনা প্রতিরোধে সমাজের সকলকে সম্পৃক্ত করে এক হয়ে কাজ করার জন্য উপস্থিত সকলে বদ্ধপরিকর। বাগেরহাট সদর উপজেলায় ১০০% ভ্যাকসিন নিশ্চিত এবং কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে নিজ নিজ অবস্থান থেকে সবাই কে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সভা পরিচালনা করেন মাসুদুর রহমান – অন্ঞলিক সমন্বয়কারী, খুলনা এবং রূবিনা আক্তার – সিনিয়র প্রোগ্রাম অফিসার। সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বারগন, স্কুল কলেজ এর শিক্ষক শিক্ষিকা, সাংবাদিক, ইয়ূথ,
সংগঠন প্রতিনিধিসহ উপজেলার নেতৃত্বদানকারী সুশীল সমাজের প্রতিনিধিসহ অনেকে। ৪১ জন অংশগ্রহণকারী এবং দি হাঙ্গার প্রজেক্ট এর খুলনা এবং বাগেরহাটের কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।
বাগেরহাট জেলার মোট ৭ টি উপজেলায়  এ কার্যক্রম চলমান আছে।