লাতিফুল আজম, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আধুনিক ডিজিটাল বাংলাদেশের রুপকার জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে নীলফামারী কিশোরগঞ্জের উপজেলা আওয়ামীলীগ।
শনিবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান,মহিলা আওয়ামী লীগের সভাপতি শিল্পি রাণী রায় ,
সাধারণ সম্পাদক রোমানা ফেরদৌসী, কৃষক লীগের সভাপতি মিথুন কুমার রায়, সাধারণ সম্পাদক শাকিল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাইনুল আরেফিন সপু প্রমুখ। সমাবেশে এসময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেন,
৭৫’র ১৫ই আগস্টের ইতিহাস আমাদের সকলের জানা। কিন্তু এই ২০২২ সালে এসেও ছাত্রদলের নেতাকর্মীরা আবারো কোন সাহসে ‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার’এই খুন হুমকির শ্লোগান দিচ্ছে?
যারা এই দুঃসাহসিক স্লোগান দিয়ে আবারো ষড়যন্ত্র করার চেষ্টা করছে তাদের আইনের আওতায় আনার দাবি জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।