রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার মধ্যে তারা মারা যায়।

তারা ৪ জনেই করোনায় আক্রান্ত হয়ে মারা যায়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,

মৃত ব্যক্তিদের মধ্যে ২ জনের বাড়ি রাজশাহী জেলায়, ১ জনের বাড়ি নাটোর ও অন্য ১ জনের বাড়ি জয়পুরহাট জেলায়। গত ২৪ ঘণ্টায় ৫ জন নতুন করে করোনার রোগী ভর্তি হয়েছে। এছাড়াও রামেকে বর্তমানে ৩৯ জন করোনা রোগী ভর্তি আছে।

 

কলমকথা/বিসুলতানা