রাজশাহীতে ক্ষুদ্র ব্যবসায়ী রিয়াজ হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে রিয়াজ হত্যাকান্ডের সাথে জড়িতদের আগামী ০৭ দিনের মধ্যে গ্রেফতার করা না হলে লাগাতার আন্দোলন কর্মসূচী দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। ৩০ মার্চ বুধবার বেলা ১১ টায় রাজশাহী প্রেসক্লাব চত্ত্বরে এলাকাবাসী আয়োজিত বিরাট মানববন্ধন হয়।
উত্তরাঞ্চলের সর্ববৃহৎ অরাজনৈতিক সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ এ মানববন্ধন কর্মসূচী আয়োজন করে। সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ত্বে মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবু প্রশান্ত কুমার সাহা।
বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহঃ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, নিহত রিয়াজের পিতা মধু শেখ ও নিহতের বড় বোন বৃষ্টি এবং রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম।
বক্তারা পুলিশি ভূমিকার তীব্র নিন্দা করে বলেন, সাম্প্রতিক সময়ে পুলিশ বিতর্কিত ভূমিকা পালন করায় সন্ত্রাসী, চাঁদাবাজীরা বেপরোয়া হয়ে উঠেছে। সন্ত্রসী, চাঁদাবাজদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। এ অবস্থায় সন্ত্রাসীদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ মানববন্ধনে বিপুল পরিমাণ প্রতিবাদী মানুষ অংশ নেন।
উল্লেখ্য, গত ২১ মার্চ সোমবার রাত ৯ টার দিকে নগরীর নিউমার্কেট এলাকায় ফুটপাথ দখল নিয়ে রিয়াজুল (২৩) নামে এক ব্যবসায়ী সন্ত্রাসী বাহিনীর ছুরিকাঘাতে খুন হয়।
রিয়াজুল নগরীর নিউমার্কেট সংলগ্ন ষষ্ঠীতলা এলাকার মধু শেখের ছেলে। ছুরিকাঘাতের পর রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে আহত হয়েছেন নিহত রিয়াজুলের ভাই রিংকু (২০)।
তিনিও হাসপাতালের ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো। বুকের বাঁ পাশে ছুরিকাঘাতের শিকার হন রিয়াজুল। এ ঘটনায় রাতেই নগরীর বোয়ালিয়া থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ একজনকে আটক করেছে। তবে মুল হোতারা এখনো রয়েছে ধরাছোঁয়ার বাহিরে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।