সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শাহজাদপুর উপজলা ও পৌর শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার (১ নভেম্বর ) দুপুরে শাহজাদপুর উপজেলা’র পৌরসদরের খঞ্জনদিয়ার মহল্লার জেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা প্রফেসর ড.এমএ মুহিতের বাসভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শাহজাদপুর উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা ও পৌর বিএনপি’র নবনির্বাচিত আংশিক কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তারিকুল ইসলাম চৌধুরী (শাকিক) এর সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাদিম আলীর সঞ্চলনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র নবনির্বাচিত সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সিনিয়র সহ সভাপতি আব্দুল জব্বার,সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আলী, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ,সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোতা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলআমিন হোসেন,পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম রাজা, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুগ্ম-সম্পাদক মোঃ আলাল হোসেন,আব্দুস সোবাহান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন আলী,মোঃ রওশন আলী রোশনাই,দপ্তর সম্পাদক আব্দুল মতিন।এসময় উপস্থিত নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু,যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ-আল মাহমুদ, মোঃ জাহিদুল ইসলাম, মাসুম রানা,সোহেল,উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব খন্দকার মাসুদ রানা ,পৌর সদস্য সচিব আক্তার, যুবনেতা আরিফুল ইসলাম মুকুল, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক কামাল হোসেন, মিজানুর রহমান মিজান, রহমত আলী, শ্রীঃ টিংকু,পৌর ছাত্র দলের আহ্বায়ক বাচ্চু মিয়া প্রমূখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।