চাষের জমিতে পানি না পেয়ে বিষপান করা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আরেক কৃষক রবি মারান্ডিও (২৭) মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে তিনি মারা যান।
এর আগে গত বুধবার রবির চাচাতো ভাই অভিনাথ মারান্ডির (৩৬) মৃত্যু হয় বিষ পানের কারণে। উভয়েই একসঙ্গেই কীটনাশক পান করেছিলেন। রবিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুইজনেই মাঠে বোরো ধান চাষ করেছিলেন।
কিন্তু দিনের পর দিন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপে ঘুরলেও তারা সেচের পানি পাচ্ছিলেন না। তাই ক্ষোভে গত বুধবার সন্ধ্যার আগে গভীর নলকূপের সামনেই দুজনে বিষ পান করেন। এতে সেদিনই বাড়িতে অভিনাথের মৃত্যু হয়।
এ দুই কৃষকের বাড়ি গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের নিমঘুটু গ্রামে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, রবি হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে ছিলেন। রাত ৮টার দিকে তার মৃত্যু হয়েছে। পুলিশ তার লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করছে। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।