মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়ন কৃষকদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে মোঃ সাদ্দাম আলীকে সভাপতি ও মোঃ আব্দুল খালেককে সাধারণ সম্পাদক এবং মোঃ আলামিন মোল্লাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

১ এপ্রিল শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার ধুরইল ইউপির মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ে ধুরইল ইউপি কৃষকদলের আহবায়ক জাকারিয়া হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ধুরইল ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মোঃ ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক রিড রাইটার মোঃ মোকলেসুর রহমান, ইউপি যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা, ইউপি স্বেচ্ছাসেবক দলের সাধারন মাহফুজ আলম শিমুল, ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড হতে আগত নেতৃবৃন্দ।

আগামী ৯০ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া
হয়েছে।