নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে বজ্রপাতে পুটু মিয়া (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত পুটু মিয়া উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের গোছাইল গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে।

জানাগেছে, শক্রবার (১জুলাই) দুপুর ১২টায় মাঠে গরু চড়াচ্ছিলেন পুটু মিয়া। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই কৃষক পুটু মিয়ার মৃত্যু হয়।

পরে গ্রামবাসী ও পরিবারের লোকজন জানতে পেরে পুটু মিয়ার মৃতদেহ বাড়িতে নিয়ে যায়। উক্ত বিষয়ে ৫নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের কাছে জানতে চাইলে তিনি জানান, মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে পুটু মিয়া ঘটনাস্থলেই মারা গেছেন।

গ্রামবাসী ও পরিবারের লোকজন মৃতদেহ বাড়িতে নিয়ে গেছে। বজ্রপাতের মতো ঘটনায় পুটু মিয়ার অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।