নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা পরিষদ নির্বাচনে নন্দীগ্রাম ও শেরপুর আংশিক ৬নং ওয়ার্ডে মাত্র ১ ভোট বেশি পেয়ে সদস্য পদে মুকুল মিঞা নির্বাচিত হয়েছেন। নির্বাচিত মুকুল মিঞা নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক।

তিনি অটোরিকশা প্রতীকে ৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোক্তারীন সরকার (টিউবওয়েল) প্রতীকে পেয়েছেন ৪৬ ভোট। রাশেদুল ইসলাম (তালা) প্রতীকে পেয়েছেন ১৪ ভোট। এছাড়াও চেয়ারম্যান পদে ডাঃ মকবুল হোসেন (আনারস) প্রতীকে নন্দীগ্রাম কেন্দ্রে ৭১ ভোট ও আব্দুল মান্নান (মোটরসাইকেল) প্রতীকে ৩৬ ভোট পেয়েছেন।

সংরক্ষিত আসন-২ সদস্য পদে শামীমা আক্তার মুক্তা (ফুটবল) প্রতীকে ৬২ ভোট ও হাছনা আক্তার (মাইক) প্রতীকে ৪৫ ভোট পেয়েছেন। ১০৭ জন ভোটার সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

দুপুর আড়াই টার দিকে নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল কাইয়ুম এ তথ্য নিশ্চিত করেন।