বগুড়ার ধুনটে প্রশংসাপত্রের জন্য টাকা না দেওয়ায় ঘুষি মেরে সৌরভ হাসান (১৭) নামের এক শিক্ষার্থীর নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের অফিস সহকারীর বিরুদ্ধে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার এলাঙ্গী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুপুরে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও অফিস সহকারীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত শিক্ষার্থী। জানা যায়, এ বছর এলাঙ্গী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাশ করা ঐ শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য বিদ্যালয়ে প্রশংসা পত্র আনতে যায়।

তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ প্রশংসা পত্রের জন্য শিক্ষার্থীর কাছ থেকে ৫০০ টাকা দাবি করলে ওই শিক্ষার্থী ২০০ টাকা দিতে রাজি হয়। কিন্ত ২০০ টাকায় প্রসংসা পত্র না দিলে প্রধান শিক্ষক ও ওই শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় বিদ্যালয়ে অফিস সহকারী জামিল উদ্দিন অফিস কক্ষের ভেতরেই শিক্ষার্থী সৌরভ হাসানকে মারধর করে।

একপর্যায়ে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেয়। পরে সহপাঠিরা সৌরভ হাসানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ধুনট থানার ওসি কৃপা সিন্ধুবালা জানান, শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।