জন্মদিন মানেই পরিবার পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের প্রানের মিলন মেলা। এ মিলন মেলায় খোশ গল্প, হাসি-ঠাট্টা, ভূড়ি ভোজ, রসনার তৃপ্তিই প্রাধান্য পেয়ে থাকে। রসনার তৃপ্তিও শেষ জন্মদিন পালনও শেষ। নয় কোন নামী-দামী রেস্টুরেন্ট, নয় কোন বিলাশ বহুল বাড়ী, খোলা আকাশের নিচে সমাজের নামী-দামী মানুষদের সাথে নিয়ে অসহায়দের ভালোবাসায় সিক্ত হয়ে নান্দনিক পরিবেশে লায়ন খায়রুল আলম লাখিনের ব্যতিক্রমি জন্মদিন পালিত হলো। বুধবার দুপুরে শহীদ খোকন পার্কে সবুজ স্বপ্ন ফাউন্ডেশনের আয়োজনে ও ওয়ার্ল্ডভিউ বিল্ডার্স লিমিটেডের সহযোগিতায় এ ব্যতিক্রমি জন্মদিনটি পালন করা হয়।

জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রেজাউল বারী ঈসার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমার জীবদ্দশায় এমন নান্দনিক পরিবেশে ব্যতিক্রমি জন্মদিন পালন কখনও দেখিনি। এ জন্মদিন পালন হতে আমাদের প্রত্যেককেরই অনেক শেখার আছে।

বিশেষ অতিথি হিসেবে অংশ নেয়া আকবরিয়া লিমিটেড ও আকবরিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান আলী আলাল ব্যতিক্রমি জন্মদিন পালনে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, সমাজের অসহায় মানুষদের সাথে নিয়ে জন্মদিন পালন প্রমান করে তারাও যে মানুষ, তারাও সমাজের একটা অংশ, অবহেলার পাত্র নয়, দেশ উন্নয়নে তাদেরও ভূমিকা রয়েছে। এমন বিবেক জাগরুক করার ক্ষেত্রে এ আয়োজনটি বিশেষ ভূমিকা রাখবে।

লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থানের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এডোনিস বাবু তালুকদার, সম্মলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, এবিএম জিয়াউল হক বাবলা, সমাজসেবিকা তাহমিনা পারভিন শ্যামলী, জেসমিন, ব্যবসায়ী আব্দুর রশিদ, রিনা আক্তারসহ প্রমুখ।

এ জন্মদিন উপলক্ষে কেক কাটা, দু’শতাধিক অসহায়দের মাঝে উন্নত খাবার উপহার সামগ্রী বিতরণ করা হয়।