নওগাঁর বদলগাছীতে ২ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারিকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল।
বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুরে র্যাব-৫,সিপিসি-৩ জয়পুুরহাট র্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ক্যাম্প কোম্পানী অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে দিবাগত রাতে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার গোবরচাপাঁ বাজারে বিশেষ অভিযান চালিয়ে মনিটর-০২টি, সিপিইউ- ০২টি,হার্ড ডিস্ক-০৩টি,মাউস-০২ টি,কী-বোর্ড-০২ টি,বিভিন্ন ক্যাবল-০৬টি,কাড রিডার-১৮ টিসহ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি মোঃ আনোয়ার(৩০), পিতা- মোঃ নুর মোহাম্মদ,সাং- জালালপুর ও শ্রী খোকন(২৪),পিতা-মৃত কমল, সাং- কশবা, উভয় থানা- বদলগাছী, জেলা-নওগাাঁদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ তাদের নিজ দোকানের নিজস্ব কম্পিউটার এর হার্ডডিস্কে সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করত।
পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।