জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ১৫ তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ প্রাঙ্গণ মাঠে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

চারদিনব্যাপী প্রতিযোগিতা শেষে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা সেনানিবাসের সেনানিবাস এর জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো.রফিকুল ইসলামসহ অদ্য কলেজের সকল শিক্ষক শিক্ষার্থীরা। চারদিনের প্রতিযোগিতায় তিনটি হাউজে ১০০ জন ক্যাডেট দুটি ভাগে অংশ নেন প্রতিযোগী ক্যাডেটরা ২৯ টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

সব প্রতিযোগিতার ফলাফলের সমন্বয়ে সার্বিকভাবে চ্যাম্পিয়ান হয় রাজিয়া হাউজ এবং রানার্স আপ হয় সিতরা হাউজ৷