জয়পুরহাটের আক্কেলপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। রোববার ৩০ (অক্টোবর) রাত্রি সাড়ে ৯ ঘটিকার সময় গোপিনাথপুর টেকনিকাল বিএম কলেজের রোড সংলগ্ন পাকা রাস্তার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষ দর্শীরা জানায়, গোপিনাথপুর এলাকায় এসএসসি পরীক্ষার্থী মাছুদ রানা ও তার বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে আক্কেলপর স্বাস্থ্য কম্পলেক্স ভর্তি করা হলে তাদের অবস্তা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়া হয়৷
আহত মাছুদ রানা ও তার বাবা আব্দুল উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের হরিসারা গ্রামের বাসিন্ধা৷
সরেজমিন গিয়ে জানা যায় মাছুদ রানার প্রতিবেশীরা জানান মাছুদ এবার এস এস সি পরিক্ষা দিয়েছে সে খুব ভালো ছেলে আনজুয়ারা নামের ওই নারী স্বামী পরিতক্তা ছেলে মেয়েকে বিয়ে দিয়েছে সে খারাপ প্রাকিৃতির নারী তার বাড়ির পিছনে রাস্তা সেই রাস্তা দিয়ে মানুষের চলাল চল আনজুয়ার দাবি মাছুদ আমার জনালায় টোকা দিয়েছে সেই সূত্রে (৩০অক্টোবর) সন্ধায় গ্রামের পারায় খুলি বৈঠক দিয়েছে বৈঠক শুরু আগেই আনজুয়ার ভারাটিয়ারা মাছুদকে এলোপাথারি মারপিট করে প্রতিবেশীদের সাথে পরামর্শ করে মাছুদ রানা ও তার বাবা আব্দুল আক্কেলপুর থনায় অভিযোগ দিতে যায় বলে তারা বলেন আক্কেলপুর থেকে ফিরে আসার পথে রাত ৯ টায় রাস্তায় মাছুদ ও তার বাবাকে আনজুয়ারার ভারাটিয়ারা হত্যার উদ্দেশ্য জখম করে এখন খুব আশঙ্কাজনক৷ মাছুদ রানা খুব ভালো ছেলে এই গ্রামের কারো সাথে দন্দ নেই৷ ওই মহিলাকে গ্রাম ছারা করতে হবে৷
স্বামী পরিতক্তা আনজুয়ারা(৪৫) সঙ্গে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছ বলে প্রাথমিকভাবে মাছুদের প্রতিবেশীরা জানান৷
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)আবু বক্কর সিদ্দিক জানান এই ঘটনাকে কেন্দ্র করে এখনো কেও অভিযোগ করেনি তবে স্থানিয়রা ঘটনার স্থল থেকে একজনকে আটক করে তিনি আক্কেলপর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে আমরা তাকে পাহারায় রেখেছি৷৷
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।