জয়পুরহাটে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে জয়পুুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, ইমাম, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গদের সাথে এ প্রস্তুতি সভা করেছেন জেলা প্রশাসক মো.শরীফুল ইসলাম।
অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ”লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান,জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মোসফেকুর রহমানসহ আরও অনেকেই।
উক্ত সভায় জয়পুুরহাট জেলা প্রশাসক মো.শরীফুল ইসলাম বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সরকারী বিভিন্ন দপ্তরকে তাদের কাজের বিষয়ে অবহিত করে।
তিনি আরও বলেন,স্বাস্থ্যবিধি মেনে সবাইকে পবিত্র ঈদ-উল-আযহা নামায ও পশুর হাটে যাওয়ার জন্য নির্দেশ দেন এবং স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেন। এমনকি জেলার পাঁচটি পৌরসভা কতৃক কোরবানির পশুর হাট,পশু জবাই এবং পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার নির্দেশ প্রদান করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।