আব্দুল কাইয়ুম | জয়পুরহাট: স্বাধীনতা আমাদের গৌরবের এক উজ্জ্বল অধ্যায়, হানাদারের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বতন্ত্র জাতিসত্বার উন্মেষ।

রক্তের লালিমায় সবুজের শ্যামলিমায় কষ্টার্জিত স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার অন্তর্গত ৩ নং আয়মা রসুলপুর ইউনিয়নে অবস্থিত কড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মহান বিজয় দিবস-২২ উদযাপন উপলক্ষ্যে গত ২৯ শেখ ডিসেম্বর বৃহস্পতিবার দিন ব্যাপি খেলাধুলা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানটি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক,দানবীর প্রকৌশলী কড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব ইকবাল হোসেনের সভাপতিত্বে কবি জয়নুল আবেদীনের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুমের দিক নির্দেশনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান এ কে এম রায়হান মনুর ছোট ভাই পাঁচবিবি উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বীকৃত আয়মা রসুলপুর ইউনিয়নের জননন্দিত ও জনবান্ধব চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মিল্টন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা মরহুম আবুল খায়ের মাষ্টারের সহধর্মীনি হামিদা বানু,লণ্ডন প্রবাসী সাবেক রাজশাহী ক্যাডেট কলেজের প্রফেসর শামসুজ্জোহা, কড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ আব্দুল বারিক,বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী মোল্লা, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম সাবু, ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য তহমিনা খাতুন, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীন,সাবেক ইউপি সদস্য আলাল উদ্দিন, কড়িয়া বণিক সমিতির সভাপতি নাসির উদ্দীন, কড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সদস্য মোঃ মোসাব্বি সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রী ,অভিভাবক ও এলাকার সর্বস্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ।

কড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব ইকবাল হোসেনের(তিন লক্ষ টাকায়) একক দানে নির্মিত বিদ্যালয়ের নতুন তোরণ (গেইট) উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা মরহুম আবুল খায়ের মাষ্টারের সহধর্মীনি হামিদা বানু।

অনুষ্ঠান শেষে বার্ষিক পরীক্ষায় প্রত্যেক শ্রেণীর ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারী শিক্ষার্থী ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও সভাপতি।