নওগাঁর পত্নীতলায় প্রথম ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো: আব্দুল গাফ্ফার, ভাইস চেয়ারম্যান পদে মো: আব্দুল আহাদ (রাহাদ), মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা: সাবিনা বেগম নির্বাচিত হয়েছেন। বুধবার (৮ মে) সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে এতে চেয়ারম্যান পদে মো: আব্দুল গাফ্ফার মোটরসাইকেল প্রতীকে ৬২৭৮৮ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুল খালেক চৌধুরী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫০৮৫৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মো: আব্দুল আহাদ (রাহাদ) টিউবওয়েল প্রতীকে ৬৭৮০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী দিলিপ চৌহান তালা প্রতীকে পেয়েছেন ২৫৯৯৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা: সাবিনা বেগম কলস প্রতীকে ৫৬৮০৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোছা: খাদিজাতুল কোবরা মুক্তা হাঁস প্রতীকে পেয়েছেন ৫২৯১১ ভোট।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।