নওগাঁর মহাদেবপুর উপজেলার বাস্ট্যান্ড মাছের মোড় এলাকায় মাহি স্টোর দোকানের মালিক মকবুল ফুটপাত অবৈধভাবে দখল করে দোকান করায় পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করছে।
অবৈধ দখল মুক্ত করতে গত ২২ সেক্টেম্বর সকালে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন এক সচেতন যুবক আব্দুল কুদ্দুস(অনন্য) ।
তিনি নওগাঁ সদর উপজেলার মাস্টারপাড়া এলাকার নুরুল আনোয়ারের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়,মাহি স্টোরের মালিক মকবুল ফুটপাত দখল করে ফুটপাতের উপরে টিনের চাল ব্যবহার করে নিচে জুসের বোতল এবং পানির বোতলের স্তুপ করে জনগণের চলাচলের রাস্তাতে দীর্ঘদিন ব্যবসা টালিয়ে আসছে। এতে করে পথচারীদের চলাচলে বেশ ভোগান্তির শিকার হতে হচ্ছে।
তিনি অভিযোগে আরো উল্লেখ করেন,গত ১৭সেক্টেম্বর সকালে আব্দুল কুদ্দুস মাহি স্টোরের পাশে সেলুনে সেফ করতে যাওয়ার সময় দখলকৃত জুসের ও পানির বোতলের নিচে রাস্তায় মোটরসাইকেল রাখলে মকবুল গালিগালাজ করতে থাকে। কথাকাটাকাটির এক পর্যায় মকবুল ,আব্দুল কুদ্দুস (অনন্য) কে মোটরসাইকেল না সরালে পুড়িয়ে দেওয়ার এবং প্রাণ নাশের হুমকি দেন।
এব্যাপারে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফুজ্জামান বলেন,বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।