নওগাঁর সদর, মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫৭ নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় তারা নওগাঁ জেলা কারাগার থেকে মুক্তি পান। গত ২০ নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। নওগাঁ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। জামিনে মুক্তি পাওয়া নেতাকর্মীদের মধ্যে নওগাঁ সদরের ৩১ জন, মহাদেবপুর উপজেলার ৫ জন ও নিয়ামতপুর উপজেলার ২১ জন রয়েছেন। গত ২৮ অক্টোবর ঢাকার সমাবেশের পর নওগাঁর নেতাকর্মীদের আটক করে ২৯ অক্টোবর দায়ের করা বিস্ফোরক দ্রব্য মামলায় ও মহাদেবপুরের নেতাকর্মীদের গতবছর ২২ নভেম্বর দায়ের করা নাশকতা মামলায় এবং নিয়ামতপুরের নেতাকর্মীদের অপর একটি নাশকাতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে সরকারের প্রতি একটি রুলনিশি জারি করেন এবং রুল নিস্পত্তি না হওয়া পর্যন্ত তাদের অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেন।