নওগাঁর মান্দায় ড্রাম ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের সাতবাড়িয়ার এলাকার শ্রীরামপুর মোড়ে এ ঘটনা ঘটেছে। তবে হতাহতদের সঠিক পরিচয় জানা সম্ভব হয়নি। মান্দা থানার ওসি মোজাম্মেল হক জানান, মান্দা থেকে ছেড়ে যাওয়া একটি পিকআপ উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সাতবাড়িয়ার এলাকার শ্রীরামপুর মোড়ে রাত ৯টার দিকে পৌঁছায়। বিপরীত থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।