মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা : কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর বদলগাছী থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি থানা চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে থানা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আতিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দীন এফএফ, রহিম উদ্দীন দেওয়ান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পরিষদের সদস্য রাহেলা চৌধুরী (টফি), উপজেলা যুব লীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম সাজু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুব্রত কুমার মন্ডল, বদলগাছী প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ, সাংবাদিক সংস্থা বদলগাছী’র সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা ইভটিজিং, মাদক, সন্ত্রাস নির্মূলের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশের পদক্ষেপের সাথে জনগনকে সচেতন থাকার আহ্বান জানান। বক্তারা বলেন, পুলিশের পাশাপাশি জনতার সচেতনতাই সাম্প্রদায়িক বিশৃঙ্খলাকারীদের অপ্রচেষ্টা রোধ করতে পারে।
এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। যেকোনও বিশৃঙ্খলা কিংবা আইন অমান্যের ঘটনা ঘটলে সবার আগে পুলিশের শরণাপন্ন হতে হবে, সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে।
কমিউনিটি পুলিশিং ডে সভায় থানার অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ঈমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।