রাজশাহী প্রতিনিধি

সূর্যের সোনালী রোদের মতই উচ্ছ্বাস নিয়ে বাড়ি
থেকে বাবা-মাকে বিদায় জানিয়ে মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষা দিতে এসেছিল রাজশাহী কলেজের
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেধাবী ছাত্র মোঃ আলমগীর হোসেন। কিন্তু পরীক্ষা শেষে তার স্বপ্ন আর বাড়ি ফিরলো না সারংকপুর, পবায় রোডে বাইক এক্সিডেন্টে প্রান হারান তিনি।

কত স্বপ্ন নিয়ে উচ্চ শিক্ষায়শিক্ষিত করে আকাঙ্খায় ছিল তার পরিবার, তার বাবা মোঃ রেজাউল করিম, মাতা মোছাঃ ফেরদৌসি আরা বেগম,পরিবারের মেঝো ছেলে ছিল আলমগীর, তার বড় ভাই ও এই এক্সিডেন্টে মারা যায়।

আলমগীরের বাড়ি রাজশাহীর বাগমারার বাসুপাড়া ইউপির সগুনা গ্রামে,ইতিমধ্য মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া পড়েছে। এত অল্প বয়সে মৃত্যুর তার কোন আত্মীয় স্বজনরা, বন্ধুরা মেনে নিতে পারছে না,আলমগীর যেন তার পরিবারের,বন্ধুদের কাঁদিয়ে চলে যাবে তা কেউ ভাবতে পারেনি।

নক্ষত্রের ও যে পতন হয়,তা সদ্য চলে যাওয়া আলমগীর বুঝিয়েছে ভালো করে,কেননা এইতো একটু আগে সবাই পরীক্ষা দিয়ে বের হয়ে কত কথা কে জানতো জীবন এর পথ এত সংক্ষিপ্ত। আলমগীরের শোকশত্ব পরিবারকে সমবেদনা জানানিয়েছ রাজশাহী কলেজ পরিবারের মাস্টার্স শেষ বর্ষের সকল শিক্ষার্থীরা।