রাজশাহীর দুর্গাপুরে পারিবারিক কলহের জেরে বিষপানে শারমিন আক্তার (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে থানা পুলিশ। ২২ ফেব্রুয়ারী (মঙ্গলবার) উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের অন্তর্গত গুলালপাড়া গ্রামে সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে।

জানাযায় মৃত শারমিন আক্তারের (২২) গুলালপাড়া গ্রামের হাবিলের সাথে ৭/৮ বছর আগে বিবাহ হয়। নানা বিষয় নিয়ে হাবিল ও তাদের পরিবারের সাথে বিরোধ কলহ চলছিল। ঘটনার দিন শাশুড়ির সাথে ঝগড়া পরবর্তী সময়ে সকলের অগোচরে বিষপান করেন। পরে প্রতিবেশী ও বাড়ীর লোকজন প্রথমে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পড়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন।

এলাকাবাসী সুত্রে জানাযায়, ঘটনার দিন শাশুড়ির সাথে তিব্র বিরোধ বেঁধেছিল তার মানসিক অত্যাচারের কারণে এই আত্মহননের পথ বেছে নেন তিনি। এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ ওসি হাশমত আলী জানান, একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।