বাগমারা প্রতিনিধি
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টায় এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালী শেষে উপজেলা কৃষি অফিসের সামনে

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানমের সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণ হলরুমে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল রাজ্জাক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মÐল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, উপ সহকারি উদ্ভিত সংরক্ষণ কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের প্রধান, কৃষক সহ রাজনৈতিক নেতবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় ইঁদুর নিধন অভিযান ১১ অক্টোবর থেকে শুরু হয়েছে চলবে ১০ নভেম্বর পর্যন্ত।