রাজশাহীর বাগমারায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ঈমাম,
কাজি, পুরোহিত ও সাংবাদিকদের অংশগ্রহণে বাল্য বিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ
অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে
উক্ত প্রশিক্ষণের আয়োজন করেন উপজেলা পরিষদ।
স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সির ( জাইকা) অর্থায়নে প্রশিক্ষণটি বাস্তবায়ন করেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
মহিলা বিষয়ক কর্মকর্তা
খন্দোকার মাকাম্মাম মাহমুদার সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল
হাসান ।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর (জাইকা
প্রতিনিধি) মফিজুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার তাজরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি আফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন , সাংবাদিক রাশেদুল হক ফিরোজ, সিনিয়র সাংবাদিক মাহফুর রহমান প্রিন্স, মাওলানা আব্দুস সোবহান, পুলিশ পরিদর্শক তৌহিদুর রহমান
প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।