রাজশাহীতে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের আয়োজনের বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালিত হয়েছে।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে বুধবার নগরীর কয়েরদারায় জননী গ্রন্থাগারের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ রাজশাহী জেলার শাখার সভাপতি ফজলে রহিম খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা আমিনুল হক রিন্টু।

বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ রাজশাহী জেলার শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বাবুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ রাজশাহী জেলার শাখার সহ-সভাপতি হানিফ খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি রিজিয়া খাতুন। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ইসমাইল হোসেন।